
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর দুই পায়ের মোজার ভেতর পায়ের তালুতে লুকানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
শুক্রবার সকালে মো: মহিউদ্দিন মিয়া নামের ওই যাত্রীকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সকাল ৭ টায় মহিউদ্দিন কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিএস০৩১৪) শাহজালালে অবতরন করেন। কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করেন।
মইনুল খান আরো জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যাত্রীর দেহ তল্লাশি করে তার দুই পায়ে পরিহিত মোজার ভেতর পায়ের তালুতে বিশেষ কায়দায় থাকা স্বচ্ছ স্কচ টেপের ভিতরে লুকানো স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক মহিউদ্দিন জানান, ৫০ হাজার টাকার বিনিময়ে তিনি এই স্বর্ণ বহন করছিলেন। মালয়েশিয়ায় তিনি প্লাস্টিক কারখানায় কাজ করেন। গত দুবছরে তিনি চারবার বিদেশ ভ্রমণ করেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার বদরপুর বাজারের রসুলপুরে।
আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম চলছে বলেও জানান শুল্ক গোয়েন্দারা।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: প্রণব