Thursday, December 7th, 2023
যাদুঘর ও ভাষা সৈনিকদের চূড়ান্ত তালিকা তৈরীর নির্দেশ
February 19th, 2017 at 2:38 pm
যাদুঘর ও ভাষা  সৈনিকদের চূড়ান্ত তালিকা তৈরীর নির্দেশ

ঢাকা: ভাষা সৈনিকদের তালিকা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি ভাষা যাদুঘর তৈরী করার নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে আগামী ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় ও ভাষা সৈনিকদের তালিকা করতে ২০১০ সালের ২৫ আগস্ট ৮ দফা নির্দেশনা প্রদান করে হাইকোর্ট একটি রায় দেন। সেই রায়ের আংশিক বাস্তবায়ন করেছেন, তবে, কিছু কিছু নির্দেশনা বাস্তবায়ন না কয়ায় ২০১২ সালে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। সেই আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত আজ এই নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, ৮ দফা নির্দেশনার মধ্যে শহীদ মিনারের পাশে একটি মিউজিয়াম নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছিল, সেটি করা হয়নি। তাছাড়া ভাষা সৈনিকদের তালিকা চূড়ান্ত করতে নির্দেশ দেওয়া হলেও তা আংশিক বাস্তবায়নের পর চূড়ান্তকরণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা ও মর্যাদা রক্ষা এবং শহীদ মিনারের পাশে জাদুঘর স্থাপনের নির্দেশনা চেয়ে ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিটটি করে।

ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ ব্যাপারে সরকারের প্রতি রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আট দফা নির্দেশনা দেন আদালত। নির্দেশনার মধ্যে রয়েছে ভাষাসৈনিকদের প্রকৃত তালিকা তৈরিতে ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে ওই তালিকা গেজেট আকারে প্রকাশ, আন্দোলনের স্মৃতিরক্ষার্থে কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষা এবং ওই এলাকায় ভবঘুরে লোকজনের আনাগোনা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে পাহারার ব্যবস্থা করা। এছাড়া শহীদ মিনারের মূল বেদিতে সভা-সমাবেশ না করা, তবে বেদির পাদদেশে সভা-সমাবেশ করা যাবে।

একই সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে তিনজন নিরাপত্তা-কর্মী নিয়োগ, ভাষা-আন্দোলেনের শহীদদের মরণোত্তর পদক ও জীবিতদের জাতীয় পদক, জীবিত ভাষাসৈনিকেরা আর্থিক সহায়তা চাইলে তা দেওয়া, ভাষাসৈনিকদের সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং সাধ্যমতো সরকারি সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও এর মর্যাদা রক্ষা, শহীদ মিনারের পাশে একটি গ্রন্থাগারসহ জাদুঘর প্রতিষ্ঠা এবং ওই জাদুঘরে ভাষা-আন্দোলের ইতিহাস-সমৃদ্ধ তথ্যপঞ্জিকা রাখার নির্দেশ দেন আদাল।

প্রতিবেদন: ফায়েজ, সম্পাদনা: জাবেদ


সর্বশেষ

আরও খবর

বরিশালে নির্মিত হচ্ছে এনএসআই কার্যালয়

বরিশালে নির্মিত হচ্ছে এনএসআই কার্যালয়


বাকেরগঞ্জ উপজেলার ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বাকেরগঞ্জ উপজেলার ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা


বাস দূর্ঘটনায় থাইল্যান্ডে ১৪ জনের মৃত্যু

বাস দূর্ঘটনায় থাইল্যান্ডে ১৪ জনের মৃত্যু


বৈধ-অবৈধ প্রার্থীর সংখ্যা জানাল ইসি

বৈধ-অবৈধ প্রার্থীর সংখ্যা জানাল ইসি


৪৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন

৪৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন


পাঁচ মাসে রপ্তানি আয় ২২২৩ কোটি ডলার

পাঁচ মাসে রপ্তানি আয় ২২২৩ কোটি ডলার


সাকিবের বছরে আয় ৫ কোটি, ঋণ ৩১ কোটি ৯৮ লাখ

সাকিবের বছরে আয় ৫ কোটি, ঋণ ৩১ কোটি ৯৮ লাখ


মস্কো বিমানবন্দরে ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল

মস্কো বিমানবন্দরে ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল


সৌদিআরব থেকে আমদানি করা জ্বালানি তেল মহেশখালীতে খালাস

সৌদিআরব থেকে আমদানি করা জ্বালানি তেল মহেশখালীতে খালাস


নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে

নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে