Saturday, November 3rd, 2018
যুক্তফ্রন্টের দাবির সাথে প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত: বি. চৌধুরী 
November 3rd, 2018 at 9:35 am
যুক্তফ্রন্টের দাবির সাথে প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত: বি. চৌধুরী 

ঢাকা: যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বেশিরভাগ দাবি-দাওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। আমরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যেসব দাবি দাওয়া তুলে ধরেছি প্রধানমন্ত্রী এতে ইতিবাচক সাড়া দিয়েছেন।

শুক্রবার গণভবনে যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

সংলাপে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয় জানিয়ে ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা খুশি, আমাদের কথাগুলো পরিষ্কারভাবে বলতে পেরেছি। কয়েকটা বিষয়ে মতৈক্য হয়েছে।

এর আগে গণভবনে তিন ঘণ্টারও বেশি সময় ধরে যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন জোটের নেতাদের সংলাপ হয়।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ২১ নেতা সংলাপে যোগ দেন। সংলাপে অংশগ্রহণ করা যুক্তফ্রন্টের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, দলের প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, দলের সহ সভাপতি মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সম্প্রতি বিকল্পধারায় যোগদান করা সাবেক সংসদ সদস্য এইচ. এম গোলাম রেজা, মাযহারুল হক শাহ চৌধুরী, মাহবুবুর রহমান, জয় চৌধুরী, যুক্তফ্রন্টের শরীক বিএলডিপি সভাপতি ও সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, বিএলডিপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মহউর হোসাইন ঈশা, জাতীয় জনতা পার্টি চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান, বাংলাদেশ মাইনরিটি পরিষদের সভাপতি দিলীপ কুমার দাস, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী।

এর আগে গত ৩১ অক্টোবর বিকল্পধারার চেয়ারম্যান বি. চৌধুরী সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন। এরপর গণভবনে তাদের শুক্রবার সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় আওয়ামী লীগ।

এরপর গতকাল বৃহস্পতিবার বিকল্পধারা সংলাপের জন্য দলের নেতাদের তালিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে দেন। চিঠিটি সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান


সর্বশেষ

আরও খবর

কোরবানি ঈদের আগে বিদেশি গরু প্রবেশ নিষিদ্ধ

কোরবানি ঈদের আগে বিদেশি গরু প্রবেশ নিষিদ্ধ


রংপুরের নিজ বাড়িতেই চিরনিদ্রায় শায়িত হলেন এরশাদ

রংপুরের নিজ বাড়িতেই চিরনিদ্রায় শায়িত হলেন এরশাদ


রিফাত হত্যাকাণ্ডে মিন্নি গ্রেপ্তার

রিফাত হত্যাকাণ্ডে মিন্নি গ্রেপ্তার


সিরাজগঞ্জে বিয়ের গাড়িতে ট্রেনের ধাক্কা, বর-কনেসহ নিহত ৯

সিরাজগঞ্জে বিয়ের গাড়িতে ট্রেনের ধাক্কা, বর-কনেসহ নিহত ৯


মাথা ক্রয় কেন্দ্র

মাথা ক্রয় কেন্দ্র


বন্যা পরিস্থিতির আরও অবনতি

বন্যা পরিস্থিতির আরও অবনতি


নেপালে বন্যা ও ভূমিধ্বসে নিহত কমপক্ষে ৫৩

নেপালে বন্যা ও ভূমিধ্বসে নিহত কমপক্ষে ৫৩


শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের নাটকীয় জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের নাটকীয় জয়


জনগণ যেন হয়রানির শিকার না হয়: শেখ হাসিনা

জনগণ যেন হয়রানির শিকার না হয়: শেখ হাসিনা


মঙ্গলবার সামরিক করবস্থানে এরশাদকে দাফন করা হবে

মঙ্গলবার সামরিক করবস্থানে এরশাদকে দাফন করা হবে