
হিউস্টন: কোপা আমেরিকার শতবর্ষী আয়োজনে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মেসির দল আর্জেন্টিনা। ২৩ বছরের শিরোপা খরা কাটানো থেকে আর মাত্র এক গোল দূরে মেসি-হিগুইনের দল।
কলম্বিয়া ও চিলির মধ্যে যেই দল জিতবে তারা রোববার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। বুধবার স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারানোর ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েন ফুটবল জাদুকর মেসি।
এবার দেশের হয়ে বড় কোন শিরোপা জয়ের স্বপ্ন পুরনের সুযোগ তার সামনে। বাংলাদেশ সময় বুধবার সকালে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে প্রথম গোলটি করেন লাভেজ্জি। এতে অবদান ছিল মেসির। পরে নিজে গোল করে গড়েন আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড।
অন্যদিকে ফর্মে থাকা গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে যুক্তরাষ্টের জালে একহালি গোল পূর্ণ করে জেরার্ডো মার্টিনোর দল। এই জয়ে কোপা আমেরিকার শতবর্ষী আয়োজনের ফাইনালে উঠলো ফুটবল ঈশ্বরের দেশ আর্জেন্টিনা।
রোববার ফাইনালে চিলি ও কলম্বিয়ার মধ্য থেকে জয়ী দলের মুখোমুখি হবে তারা। এদিকে চিলি ও কলম্বিয়ার মধ্য থেকে যে দল হারবে কালকে যুক্তরাষ্ট্র তাদের মুখোমুখি হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুধবার চিলি-কলম্বিয়ার মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে। সূত্র: দি গার্ডিয়ান।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই