
ডেস্ক: কোপা আমেরিকার আসরে ঘরের মাঠে বেশ ভালো খেলছিল যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। এরপর অন্তত তৃতীয় সেরা দল হিসেবে টুর্নামেন্ট শেষ করার প্রত্যয় ছিল স্বাগতিকদের। দলীয় কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান জানিয়েছিলেন এমনটাই। কিন্তু সেটাও আর হলো না।
রোববার সকালে যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোপার তৃতীয় সেরা দল হওয়ার কীর্তি গড়েছে কলম্বিয়া। ম্যাচটিতে হামেস রদ্রিগেজের দল জয় পেয়েছে ১-০ গোলের ব্যবধানে। ২০০১ সালে টুর্নামেন্টটির চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই হামেস রদ্রিগেসের দলের সেরা সাফল্য।
গ্রেনডেইলে বাংলাদেশ সময় রোববার সকালে দাপটের সঙ্গে গেলে ৩১তম মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। অধিনায়ক রদ্রিগেসের দুর্দান্তভাবে বাড়ানো বলে ডি-বক্সে আরিয়াস হেড করার পর শুয়ে পড়ে পা ছুঁইয়ে জালে পাঠান এসি মিলানের ফরোয়ার্ড বাক্কা।
বিরতির ছয় মিনিট পর ক্লিন্ট ডেম্পসির ফ্রি-কিক দুদান্তভাবে সেভ করে যুক্তরাষ্ট্রকে সমতায় ফিরতে দেননি দাভিদ অসপিনা। নএক ঘণ্টার মাথায় হুয়ান কুয়াদরাদোর চিপ ক্রসবারে লাগায় ব্যবধান বাড়াতে পারেনি কলম্বিয়া। একটু পরই যুক্তরাজ্যের ববি উডের কামানের গোলার মতো শটও পোস্টে লেগে লক্ষ্যভেদে ব্যর্থ হয়।
দুই দলই ১০ জন নিয়ে খেলা শেষ করে। অতিরিক্ত সময়ে বিদাদে জড়িয়ে লাল কার্ড দেখেন মাইকেল ওরোস্কো ও সান্তিয়াগো আরিয়াস। কোপা আমেরিকার শতবর্ষী এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও স্বাগতিকদের হারিয়েছিল হোসে পেকেরম্যানের দল। এর আগে ১৯৭৫ সালের আসরেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছিল যুক্তরাষ্ট্র। চতুর্থ স্থানই কোপা আমেরিকায় তাদের সেরা সাফল্য হয়ে থাকলো।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই