
ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে এসে নির্বাচনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে বেশিরভাগ মার্কিন নাগরিকই যখন ক্লান্ত তখনো এই নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহের শেষ নেই। সার্চ ইঞ্জিন গুগলে গত সপ্তাহে মার্কিন নির্বাচন নিয়েই সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয়েছে বলে জানা গেছে।
বিগত কয়েক মাস ধরে সমগ্র বিশ্ব মার্কিন নির্বাচন নিয়ে বুঁদ হয়ে আছে। বিশেষ করে গত এক সপ্তাহ ধরে কানাডা, উগান্ডা, ঘানা, আয়ারল্যান্ড এবং নাইজেরিয়ার মানুষজন এই নির্বাচন নিয়ে গুগলে ব্যাপক অনুসন্ধান করেছেন।বিশ্বের বিভিন্ন মহাদেশের মানুষ মার্কিন নির্বাচনের কোন কোন বিষয় নিয়ে আগ্রহ দেখিয়েছে তা জেনে নেয়া যাক।
ইউরোপ: ইউরোপ মহাদেশে আয়ারল্যান্ডের বাসিন্দারা মূলত এই নির্বাচন নিয়ে বাজি ধরায় বেশি আগ্রহ দেখিয়েছেন। নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে বাজি ধরা যায় সে বিষয়েই অনুসন্ধান করেছেন তারা। ফলে অনলাইন বেটিং সাইটগুলোর জনপ্রিয়তা গত এক সপ্তাহে ব্যাপকভাবে বেড়ে যায়। ‘ট্রাম্প উইন’ সার্চটি ৫ হাজার ভাগ বৃদ্ধি পেয়েছে। বেটিং সংক্রান্ত একটি ওয়েবসাইট ইতিমধ্যেই ক্লিনটনের বিজয়ের উপর ১.১ মিলিয়ন ডলার প্রদান করেছে।
এশিয়া: এই মহাদেশে সিঙ্গাপুরের জনগণের মাঝে হিলারি ক্লিনটনের ব্যাপারে বেশি আগ্রহ পরিলক্ষিত হয়েছে। সিঙ্গাপুরের মানুষজন হিলারির ইমেইল নিয়ে এফবিআই এর তদন্তের বিষয়ে জানতে চেয়েছেন। এখানকার বেশিরভাগ বিনিয়োগকারী আশা করছেন, হিলারি জয়লাভ করবেন।
আফ্রিকা: কখন প্রেসিডেন্ট নির্বাচন হবে সে বিষয়ে ঘানার জনগণ বেশি আগ্রহী বলে জানা গেছে। এদিকে উগান্ডার মানুষ সাম্প্রতিক নির্বাচনি পরিসংখ্যান নিয়েই মাথা ঘামিয়েছেন।
আবার নাইজেরিয়ানরা হিলারি ক্লিনটনের সর্বশেষ খবর জানার জন্য গুগলে অনুসন্ধান করেছেন। এছাড়া সিএনএন এর জনমত জরিপের ব্যাপারেও তারা আগ্রহী ছিলেন। অন্যদিকে কেনিয়ানরা ন্যাট সিলভারের ফাইভথার্টিএইট জরিপ নিয়ে আগ্রহ দেখিয়েছেন।
অস্ট্রেলেশিয়া: অস্ট্রেলিয়ানরা নির্বাচনের ফলাফল মিস করতে চান না। যেহেতু অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সময়ের ব্যবধান অনেক বেশি সেহেতু তারা সঠিক দিনটির ব্যাপারে নিশ্চিত হতে চান। অবশ্য দেখা গেছে, যেসব অস্ট্রেলিয়ান মার্কিন রাজনীতি নিয়ে আগ্রহী তারা লেবাননের বিষয়েও আগ্রহ দেখিয়েছেন। গত সপ্তাহে দেশটি(লেবানন) দুই বছরের রাজনৈতিক শূন্যতা পূরণ করতে সাবেক আর্মি জেনারেল মিশেল আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করে।
এদিকে নিউজিল্যান্ডের জনগণ এফবিআই প্রধান জেমস কোমির বিষয়ে অনুসন্ধান করেছেন বেশি। এছাড়া হিলারির প্রতিও তাদের আগ্রহ দেখা গেছে। আইরিশদের মতো নিউজিল্যান্ডের অধিবাসীরাও মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের উপর বাজি ধরেছেন।
উত্তর আমেরিকা: কানাডিয়ানদের বেশিরভাগই হিলারির প্রতি আগ্রহ দেখিয়েছেন। এছাড়া জেমস কোমি, এফবিআই, হিলারির ইমেইল এসব বিষয়েও তারা অনুসন্ধান করেছেন।সূত্র: সিএনএন
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ