
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত নির্বাচন থেকে বিএনপিকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
বিএনপির উদ্দেশে হানিফ বলেন, “আপনারা এ নির্বাচন থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করুন। জনগণই ক্ষমতার উৎস। যেখানেই নির্বাচন হয়, তখনই তাদের (বিএনপি) মধ্যে ষড়যন্ত্রের ছাপ দেখা যায়। বিএনপি কখনোই ষড়যন্ত্রের বাইরে চিন্তা করতে পারে না।
তিনি আরো বলেন, “যারা বিদেশি প্রভুদের দিকে তাকিয়ে থাকে, তাদের হতাশ হওয়া ছাড়া উপায় নেই। ভুল রাজনীতির ফলে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, একে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের