
ডেস্ক: যুক্তরাষ্ট্রে ফের গুলিবিদ্ধ এক ভারতীয় বংশোদ্ভূত। শিখ ধর্মাবলম্বি ওই যুবকের নাম যুবক দীপ রাই। এ বারের আক্রমণ ওয়াশিংটনের কেন্টে। খবর আনন্দ বাজার।
দিপ জানিয়েছেন, এক শ্বেতাঙ্গ মার্কিন গুলি করার পরে তাঁকে বলেছিল, ‘‘নিজের দেশে ফিরে যাও।’’ ঠিক যে ধরনের কথা শ্রীনিবাসকে বলেছিল তাঁর হত্যাকারী।
শুক্রবার নিজের বাড়ির সামনে গাড়ি সারাচ্ছিলেন দীপ। আচমকাই এক মুখোশধারী আগন্তুক সামনে এসে দাঁড়ায়। দু’জনের কথা কাটাকাটি হয়। তারপর দীপের হাতে গুলি চালিয়ে দেয় ওই ব্যক্তি।
ভারতীয়দের ওপর এই ধরণের হামলায় উদ্বেগ বাড়চ্ছে দিল্লির। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইট বার্তায় লিখেছেন, “দীপের বাবা সর্দার হরপাল সিংহের সঙ্গে কথা হয়েছে। উনি জানান, ওঁর ছেলে এখন বিপদমুক্ত।’’
এ ঘটনায় কেন্টের শিখ সম্প্রদায় আতঙ্কিত। গত কয়েক মাসে শিখদের প্রতি মৌখিক বিদ্বেষ বেড়েছে বলে মত সম্প্রদায়ের নেতা জসমিত সিংহ।
নিউজনেক্সটবিডি/পিএ