
ঢাকা: যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহতবাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকঞ্জির মরদেহ গ্রহণ করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় ঢাকার হযরত শাহজালাল (র.)আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস-এর একটি বিমানে নিহত ইমামের মরদেহ পৌঁছায়। এরপর তা গ্রহণ করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিনিধি দলে ছিলেন দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিতরায় নন্দী, জাতিসংঘের স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ড. আবদুল মোমেন।
সকাল ১১টায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গোসপাড়া গ্রামে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দলের হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দকে লাশ গ্রহণ করে নামাজে জানাজা ও দাফন কাজে সহযোগিতার নির্দেশ দেন।
১৪ আগস্ট শনিবার যুক্তরাষ্ট্রের নিউইর্য়কের কুইন্সের ওজনপার্কে আল-ফুরকান মসজিদের ইমাম আলাউদ্দিন আকঞ্জিসহ দুই বাংলাদেশি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
প্রতিবেদন: ইয়াছিন রানা, সম্পাদনা: মাহতাব শফি/সাইফুল ইসলাম