যুক্তরাষ্ট্র আইএস’র আঘাত মোকাবেলায় প্রস্তুত: কার্টার

ডেস্ক: যুক্তরাষ্ট্র আইএস এর পরবর্তি প্রধান আঘাত মোকাবেলা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার। বুধবার ব্রাসেলসে ন্যাটোর বৈঠকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর সিএনএন।
কার্টার বলেন, এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্র জোট ইসলামিক স্টেট (আইএস) এর কাছ থেকে রাক্কাকে পুনরুদ্ধার করতে প্রস্তুত। রাক্কা আইএস এর কথিত রাজধানী।
ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএস রাক্কায় বসে বিশ্বের অন্যান্য প্রান্তে হামলার ছক তৈরি করে। এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র শহরটির নিয়ন্ত্রন নিতে পারে। কিন্তু কবে এ অভিযান শুরু হবে এ ব্যপারে কার্টার সাংবাদিকদের নির্দিষ্ট করে কিছু বলেননি।
এদিকে এ মাসের শুরুতে ইরাকি বাহিনী আইএস এর বিরুদ্ধে মসুল শহরে অভিযান শুরু করে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব