
ডেস্ক: অনেক কিছুর মতোই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ছায়া পড়ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও। বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে ওহিওতে অনুষ্ঠিত হবে খেলাটি।
যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মাঝে রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘ দিন থেকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচরণার সময় যেটা আরো প্রবল হয় রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বক্তব্যে। মেক্সিকোর অভিবাসীদের ‘ধর্ষণকারী’ হিসেবেও আখ্যা দেন তিনি। হিলারি ক্লিনটনকে হারিয়ে আজ ট্রাম্প পৃথিবীর বৃহৎ শক্তিধর রাষ্ট্রটির কর্ণধার হবার অপেক্ষায়। ওহিওতে অনুষ্ঠেয় খেলাটিকে কিছুটা হলেও থাকবে ট্রাম্পীয় উত্তেজনা।
যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান যেমন বললেন, অনন্য একটি খেলার অপেক্ষায় আমরা। ফুটবলের চেয়ে অনেক বেশি কিছু। আমাদের অঞ্চলে এটা অনেক বড় একটা খেলা। যেন দুই বালক পরস্পর লড়াইয়ে নামল। অথচ ফলের চেয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু সেখানে বিরাজ করছে। অনেক উত্তেজানা কাজ করছে দুদলের মধ্যে। কিন্তু আমরা পরস্পরকে সম্মান করতে জানি।
ঠিকই বলেছেন ক্লিন্সম্যান। সম্মানটাই আসল। বিভেদের জাল যতই বুনে যাক সুচতুর কৌশলীরা, মাঠের ঘাস মিলনের সৌরভে সবুজ হয়ে উঠবেই।
কনকাকাফ (কনফেডারেশন অব নর্থ, সেন্টাল আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন ফুটবল) অঞ্চলে বিশ^কাপের বাছাইপর্বে চতুর্থ রাউন্ড শেষে গ্রুপ এ-তে ছয় খেলায় ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেক্সিকো। সমান খেলায় গ্রুপ সি-তে ১৩ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও শীর্ষে। পঞ্চম রাউন্ডে তিনটি গ্রুপের সেরা দুই দল নিয়ে গড়া একটি একক গ্রুপে (হেক্স্যাগোনাল) মোট ছয়টি দল পরস্পরের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে। সেখান থেকে তিনটি দল সরাসরি রাশিয়ার টিকিট পাবে। চতুর্থ অবস্থানে থাকা দলটিকে প্লে-অফ খেলে বিশ^কাপ খেলতে হবে।-সিডনি মোর্নিং হেরাল্ড
সম্পাদনা: জাহিদ