
মস্কো: যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সব যোগাযোগ চ্যানেল প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
বুধবার(২১ ডিসেম্বর) রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন প্রশাসন রাতারাতি ন্যাটোর সম্প্রসারণের সিদ্ধান্ত বাতিল করবে এমন আশা করে না রাশিয়া। ফলে রুশ-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রচলিত সব যোগাযোগের চ্যানেল বন্ধ করে দেয়া হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরের আলোচনা স্থগিত রয়েছে। আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করি না। অথবা যদি করেও থাকি তা ন্যূনতম পর্যায়ে রয়েছে।’
চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকিং নিয়ে দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এফবিআই এর অভিযোগের পর বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাও একই অভিযোগ আনেন। এমনকি এই হ্যাকিং রুশ প্রেসিডেন্ট পুতিনের মদদে করা হয়েছে বলেও দাবি করে মার্কিন প্রশাসন। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরো শীতল হতে শুরু করে। যদিও রুশ কর্তৃপক্ষ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এই বিষয়ে প্রমাণ দেয়ার জন্য জোর তাগাদা দিয়েছে যুক্তরাষ্ট্রকে।সূত্র: ইন্ডিপেনডেন্ট
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ