
দামেস্ক: সিরিয়াজুড়ে সরকারী বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া সত্ত্বেও উভয়েই তা লংঘন করে কিছু কিছু এলাকায় সংঘর্ষে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলের হামা প্রদেশে বিমান হামলাসহ প্রচন্ড যুদ্ধ হয়েছে। এছাড়া রাজধানী দামেস্কের কাছে ওয়াদি বারাদা উপত্যকায়ও সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই উভয়পক্ষই তা ভঙ্গ করে বলে অভিযোগ রয়েছে।
যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ তুরস্ক এবং রাশিয়া এই অভিযোগের ব্যাপারে এখনো কোন মন্তব্য করেনি। সিরিয়ায় সরকারী বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা শুরু করার প্রক্রিয়া হিসেবে এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
অবশ্য আইএসসহ বিভিন্ন সশস্ত্র গ্রুপ যেমন কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে এই যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত করা হয়নি।
সূত্র: বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম