
ঢাকা: শুরু হয়ে গেছে নাড়ির টানে ঈদে বাড়ি ফেরার যুদ্ধের প্রথম ধাপ। বাসের অগ্রিম টিকিট বিক্রয় সোমবার সকালে শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬০টিরও বেশি রুটে এই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।
দিনাজপুরের বেলাল হোসেন একজন বেসরকারি কর্মকর্তা। তিনি বলেন, ‘ভোর ৬টায় লাইনে দাঁড়িয়েছি। আশা করছি টিকিট পেয়ে যাবো। ভোগান্তি এড়ানোর জন্যই এতো সকালে আসা। টিকিট পেতেই হবে।’
গত সপ্তাহে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ঈদে ঘরমুখোদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হলো আজ। তবে বিআরটিসির বাসের অগ্রিম টিকিট বিক্রি এখনো শুরু হয়নি।
সোমবার সকালে গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকে ভোর থেকেই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন। টিকিটের আশায় অনেকে আবার দল বেঁধে চলে এসেছেন কাউন্টারে।
দিনাজপুরের বেলাল হোসেন একজন বেসরকারি কর্মকর্তা। তিনি বলেন, ‘ভোর ৬টায় লাইনে দাঁড়িয়েছি। আশা করছি টিকিট পেয়ে যাবো। ভোগান্তি এড়ানোর জন্যই এতো সকালে আসা। টিকিট পেতেই হবে।’ এদিকে কাউন্টার গুলোতেও রয়েছে ব্যপক প্রস্তুতি। তেরপাল দিয়ে যাত্রিদের ছাউনি করে দিতে এবং বাশ দিয়ে লাইন করে দিতে দেখা গেছে কাউন্টার গুলোতে।
নিউজনেক্সট বিডি ডটকম/এমআই/এমএস/এসআই