
স্পোর্টস ডেস্ক: ইচ্ছে করলে উয়েফার বর্ষসেরা একাদশের জন্য মনোনীত সদস্যদের নিয়েই রিয়াল মাদ্রিদ দল ঘোষণা করতে পারেন কোচ জিনেদিন জিদান! বর্ষসেরা একাদশ নির্বাচনের জন্য গত সোমবার ৪০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
তালিকার আট জন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি মানোনয়নীত হয়েছেন সতীর্থ গোল রক্ষক কেইলর নাভাস; ডিফেন্ডার সার্জিও রামোস, দানি কারভাহাল, পেপে; মিডফিল্ডার লুকা মরডিচ, টনি ক্রুস এবং ফরোয়ার্ড গ্যারেথ বেল।
লিগ হিসেব করলে লা লিগার ধারে কাছে নেই ইউরোপের বাকি তিনটি শীর্ষ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল), জার্মান বুন্দেসলিগা এবং ইতালিয়ান সিরি-আ। ৪০ সদস্যের ১৮ জনই লা লিগার। রিয়ালের পাশাপাশি বার্সেলোনা থেকে আছেন পাঁচজন জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, নেইমার এবং লুইস সুয়ারেজ।
লা লিগার পরে ১২ জন খেলোয়াড় নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইপিএল। বুন্দেসলিগা থেকে মনোনীত হয়েছেন পাঁচজন বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জেরম বোয়েটাং ও জশুয়া কিমিখ, বুরুসিয়া ডর্টমুন্ড ডিফেন্ডার রাফায়েল গুয়েরেইরো, ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক আউবামেয়াং এবং বায়ার্নের রবার্ট লেভানডস্কি। সিরি- আ থেকে আছেন শুধু জুভেন্টাস গোল রক্ষক জিয়ানলুইজি বুফন। তালিকায় লেস্টার সিটির রিয়াদ মহরেজসহ ১৫ জন নতুন প্রার্থী জায়গা করে নিয়েছেন।
১৩ তম বারের মতো প্রকাশিত তালিকায় জায়গা করে নিয়ে একটি রেকর্ড করে ফেলেছেন রোনালদো। উয়েফার বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় এত বেশিবার জায়গা করে নিতে পারেননি কোন ফুটবলার।
আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সেরা একাদশ নির্বাচনে উয়েফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ভক্তরা। গত বছর চার লাখ ৪৮ হাজার ৪৪৫ ভোট নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন মেসি। তবে সবচেয়ে বেশি ১০ বার সেরা একাদশে থাকার রেকর্ডটা রোনালদোর দখলে। আগামী ৫ জানুয়ারি সেরা একাদশ ঘোষণা করবে উয়েফা। সূত্র: বিবিসি
প্রতিবেদন: দেলোয়ার, সম্পাদনা: ইয়াসিন