
ডেস্ক: শুক্রবার থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই আসর নিয়ে আগ্রহের শেষ নেই ক্রিকেটপ্রেমীদের। কিন্তু সবার পক্ষে স্টেডিয়ামে বসে সব খেলা উপভোগ করা সম্ভব হয় না। সেজন্য ভরসা টিভির পর্দা।
ক্রিকেট বাণিজ্যের সবচেয়ে বড় বাজার ভারতেই দুইটি ভিন্ন কোম্পানি কিনেছে বিপিএলের সম্প্রচার সত্ত্ব। গেল বার ভারতের নিও স্পোর্টস বেছে বেছে কয়েকটা ম্যাচ সম্প্রচার করলেও এবার পুরো টুর্নামেন্টই দেখাবে তারা।
উপমহাদেশ ও এশিয়ার বিভিন্ন দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও সরাসরি দেখা যাবে বিপিএলের খেলা।
এবার বিপিএল সম্প্রচারে চ্যানেল নাইন মাঠে ২৮টি ক্যামেরা ব্যবহার করবে। থাকবে আলট্রা মোশন প্রযুক্তি। এছাড়া প্রথমবারের মতো উইকেটের পাশে ব্যবহার করা হবে পিচ ক্যামেরা ও আম্পায়ার ক্যামেরা।
যে যে চ্যানেলগুলোতে দেখতে পাবেন বিপিএল এর খেলাগুলো…
- বাংলাদেশ: চ্যানেল নাইন
- ভারত: স্টার স্পোর্টস, নিও স্পোর্টস
- কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র: ইএসপিএন
- ইংল্যান্ড, রিপাবলিক অব আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের: প্রিমিয়ার, নিও প্রাইম
- ওয়েস্ট ইন্ডিজ – স্পোর্টস ম্যাক্স
- পাকিস্তান: জিও সুপার
গ্রন্থনা: প্রণব