Saturday, February 25th, 2017
যৌনতার অভিযোগে সেন্সরে আটকে গেল ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’
February 25th, 2017 at 9:13 am
যৌনতার অভিযোগে সেন্সরে আটকে গেল ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’

ডেস্ক: অলঙ্কৃতা শ্রীবাস্তবের পরিচালনায় ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ ছবিটি প্রদর্শনের জন্য ছাড়পত্র দেয়নি ভারতের সেন্সর বোর্ড। যৌনতার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে সেন্সর বোর্ড।

সেন্সর বোর্ডের তরফে পাঠানো চিঠিতে লেখা আছে, ‘এ ছবিটিতে একটা দীর্ঘ সময় ধরে নারীদের কামনার কথা বলা হয়েছে। যেগুলো সাধারণ জীবনের অঙ্গ কখনই হতে পারে না। এ ছাড়া অত্যধিক খারাপ ভাষা, অন্তরঙ্গ দৃশ্য এবং কয়েকটি স্পর্শকাতর বিষয়েও আলোকপাত করা হয়েছে। এ জন্যই ছবিটি দেখানোর অনুমতি দেয়া যাচ্ছে না।’

সেন্সর বোর্ডের এই যুক্তির পিঠেই উঠে আসছে অন্য যুক্তি। বলা হয়েছে, ছবিটি মুম্বাই চলচ্চিত্র উৎসবে জেন্ডার সমতার কারণে সেরা চলচ্চিত্রের পুরস্কার অক্সফাম অ্যাওয়ার্ড পেয়েছে। এ ছাড়া টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও স্পিরিট অব এশিয়া প্রাইজ জিতেছে ছবিটি। তাই সেন্সর বোর্ডের এ যুক্তি তাই মানা যায় না।


গোটা ঘটনায় ফের অবাক গোটা বলিউড। প্রযোজক প্রকাশ ঝা জানিয়েছেন, জীবনে যা ঘটে, সেগুলোকে পরিষ্কার করে দেখানোই ছবির কাজ। এ ছবিতে নারীদের সেই ‘ফ্যান্টাসি’র কথাই দেখানো হয়েছে। এভাবে যদি ছবিটিকে আটকে দেয়া হয়, তাহলে শিল্পীর স্বাধীনতার প্রশ্নটি কোথায় যাবে।

ঘটনার ক্ষুব্ধ ছবির পরিচালক অলঙ্কৃতাও। সিবিএফসির নেয়া এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, এটা নারী অধিকারের ওপর হস্তক্ষেপ করার শামিল। তিনি ভারতীয় দর্শকদের ছবিটি না দেখানো পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

অলঙ্কৃতা শ্রীবাস্তব এক বিবৃতিতে বলেন, ‘আমি মনে করি, সিনেমাটির ছাড়পত্র না দেয়ার সিদ্ধান্ত নারীদের অধিকারের ওপর হস্তক্ষেপ করার শামিল। দীর্ঘদিন থেকে সিনেমার গল্পে নারীদের শুধু পণ্য বা তাদের চরিত্রের ব্যাপ্তি সংক্ষিপ্ত করে রাখা হচ্ছে। আর ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’র মতো সিনেমা সেই নিয়মকে চ্যালেঞ্জ জানিয়েছে বলেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বছরের অক্টোবরে ইউটিউবে মুক্তি পায় ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ ছবিটির ট্রেলার। এরপরেই তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

লিপস্টিক আন্ডার মাই বোরখা ছবিটিতে অভিনয় করেছেন কঙ্কণা সেন শর্মা, রত্না পাঠক শাহ, প্লাবিতা বরঠাকুরসহ অনেকে। খবর : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সম্পাদনা: জাবেদ চৌধুরী


সর্বশেষ

আরও খবর

৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পরীমনি

৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পরীমনি


পরীমনির সাথে ঘনিষ্ঠতা থাকায় ডিবি থেকে বদলি হলেন এডিসি সাকলায়েন

পরীমনির সাথে ঘনিষ্ঠতা থাকায় ডিবি থেকে বদলি হলেন এডিসি সাকলায়েন


পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক

পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক


পরীমনির মাদকের দুই মামলা ডিবিতে হস্তান্তর

পরীমনির মাদকের দুই মামলা ডিবিতে হস্তান্তর


চার দিনের রিমান্ডে পরীমনি

চার দিনের রিমান্ডে পরীমনি


পরীমণির পর আটক হলেন প্রযোজক নজরুল ইসলাম রাজ

পরীমণির পর আটক হলেন প্রযোজক নজরুল ইসলাম রাজ


পরীমনির বাসায় মিলেছে মদ, আইস ও এলএসডি, র‍্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছে

পরীমনির বাসায় মিলেছে মদ, আইস ও এলএসডি, র‍্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছে


কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন


নাসির মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করলেন পরীমণি

নাসির মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করলেন পরীমণি


সিঙ্গাপুরে আইসিইউতে অভিনেতা ফারুক

সিঙ্গাপুরে আইসিইউতে অভিনেতা ফারুক