
ডেস্ক: মানুষের সৌন্দর্যের একটি অন্যতম অংশ মনে হয় সুন্দর চুল। সুন্দর চুলের ভিন্ন ভিন্ন স্টাইল মানুষের চেহারায়-ই পরিবর্তন করে দিতে পারে। কিন্তু আমাদের কিছু বদঅভ্যাসের কারণে আমরা আমদের চুল নষ্ট করে ফেলি! আমাদের জীবনযাত্রা থেকে শুরু করে খাদ্যাভাস, সবকিছুর উপরেই চুলের স্বাস্থ্য কতটা ভালো থাকবে তা নির্ভর করে। ফলে নিজের অজান্তে যে ভুলগুলো আমরা করে থাকি তা শুধরে নিলে চুল হবে স্বাস্থ্যকর, মজবুদ ও সুন্দর। চলুন জেনে নেয়া যাক চুলের ক্ষতি রোধে কোন অভ্যাসগুলো এড়িয়ে চলা উচিত।
শক্ত করে চুল বাঁধা: কিছু হেয়ারস্টাইল রয়েছে যাতে চুলকে শক্ত করে বাঁধতে হয়। যদি নিয়মিত এমন ধরনের হেয়ার স্টাইলে অভ্যস্ত হন তাহলে চুলের ক্ষতি হবে।
বেশি প্রসাধনী ব্যবহার: চুলের যত্ন নিতে বাজার চলতি নানা প্রসাধনী ব্যবহার করার আগে সাবধান হোন। এতে চুলের ক্ষতি হচ্ছে কি-না খতিয়ে দেখে ব্যবহার করুন।
মেশিনের ব্যবহার: অনেকে চুল সোজা করতে স্ট্রেটনার বা চুল শুকনো করতে ড্রায়ার ব্যবহার করেন। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়।
গরম পানি: চুলে কখনও গরম পানি ব্যবহার করবেন না। এতে চুলের গোড়া শুকিয়ে যায়। চুলের গোড়া, আগা ফেটে যায়, ভেঙে যায় ও চুল পড়ার আশঙ্কা তৈরি হয়।
ভেজা চুল বাঁধা: ভেজা অবস্থায় চুল আঁচড়ানো বা বেঁধে ফেলা উচিত নয়। এতে চুলের ক্ষতি হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসজি