
ঢাকা: যে কোনো মুহুর্তে বন্ধ হতে পারে টেলিকম ও ইন্টারনেট সেবা। জঙ্গি বিরোধী অভিযানের প্রস্তুতি হিসেবেই ‘ইন্টারনেট ব্লাকআউট ড্রিল’ নামে এ মহড়া চালানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে মধ্যরাত ২টার মধ্যে রাজধানীসহ দেশের যে কোনো এলাকায় চালানো হবে এ মহড়া। মহড়া চলাকালে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সকল মোবাইল ফোন অপারেটর, ল্যান্ডফোন এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সেবা বন্ধ করে রাখবে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইসিপিএবি) এর যৌথ উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হবে।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘সোমবার বিকাল থেকে মধ্যরাতের মধ্যে কোনো কোনো এলাকায় এই মহড়া হবে। মহড়া ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে।’
বিটিআরসি’র আরেক কর্মকর্তা নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, দেশে সাম্প্রতিক সময় যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে, তা মোকাবেলা করতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থেই এ মহড় দেয়া হচ্ছে। আমরা দেখতে চাই আমাদের উদ্যোগ তাৎক্ষণিক বাস্তবায়ন করতে পারি কিনা।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিএবি) সেক্রেটারি এমদাদুল বলেন, ‘বিটিআরসি এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে। কোনো বিশেষ পরিস্থিতিতে ইন্টারনেট তাৎক্ষণিকভাবে বন্ধ করা যায় কিনা- তা পরীক্ষা করতে এই মহড়া হবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসজি