
নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সট বিডি ডট কম
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইনস্টিটিউশনাল ডেলিভারি অর্থাৎ হাসপাতালে এসে ডেলিভারি উদ্বুদ্ধ করতে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেয়া প্রতিটি বাচ্চাকে হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়ার রীতি চালু করে। এতে হাসপাতালে উল্লেখযোগ্য হারে বেড়েছে ডেলিভারির সংখ্যা এবং সাধারণ মানুষের মধ্যে বেড়েছে সচেতনতা।
বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের প্রচেষ্টা ও গাইনি কনসালট্যান্ট ডা. আয়েশা আক্তার এর আন্তরিকতায় তৈরি হয়ে ডেডিকেটেড এন্টিন্যাটাল কেয়ার ইউনিট ও ডেডিকেটেড ওটি টিম। যার ফলে নিরবিচ্ছিন্ন ভাবে হাসপাতালে সেবা নিতে আসা মায়েরা নিয়মিত ভাবে গর্ভকালীন, প্রসবকালীন সকল সেবা সহজে পেয়েছে।

ডেডিকেটেড ওটি টিমের মাধ্যমে নিয়মিত ভাবে চলমান চলছে সিজারিয়ান কার্যক্রম। ওটি টিম গাইনি কনসালট্যান্ট ডা. আয়েশা আক্তার, এনেস্থেশিয়া কনসালট্যান্ট ডা. মো: জহিরুল হক, কয়েকজন মেডিকেল অফিসার ও কয়েকজন সিনিয়র স্টাফ নার্স সমন্বয়ে গঠিত।
গত এপ্রিল মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেশবপুরে নরমাল ডেলিভারির মাধ্যমে ৩৫ টি বাচ্চার জন্ম হয় এবং সিজারিয়ান সেকশন এর মাধ্যমে জন্ম হয় ১৮ টি বাচ্চার।
আজ সোমবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ছবিসহ এসব তথ্য শেয়ার করে। মুহূর্তেই ছবিটিতে নানা শুভেচ্ছা বার্তা আসতে থাকে, ছবিটিতে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন ‘যে ছবি স্বপ্ন দেখায়।’