
ঢাকা: হিন্দু ধর্মাম্বলীদের জন্মাষ্টমী উপলক্ষে সোমবার প্রধান শোভাযাত্রা রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রার সময় যানজট পরিহারের লক্ষ্যে ওই এলাকায় চলাচলরত গাড়ি চালক বা ব্যবহারকারীদের বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কয়েকটি রুট পরিহারের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উল্লেখ্য, শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন হলো জন্মাষ্টমী।
ডিএমপি জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার রুট সম্পর্কে বলেছে, শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে পলাশী ক্রসিং-এসএম হলের সামনে দিয়ে-জগন্নাথ হল ক্রসিং বামে মোড়-বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার-রোমানা চত্বর দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং ডানে মোড়-সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং বামে মোড়-ফনিক্স রোড (পুলিশ সদরদপ্তর)- গোলাপশাহ্ মাজার-গুলিস্তান ক্রসিং ডানে মোড়-কাপ্তান বাজার ক্রসিং-নবাবপুর রোড-রথখোলা মোড় ক্রসিং-রায়সাহেব বাজার ক্রসিং-বাহাদুর শাহ্ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) পর্যন্ত গিয়ে শেষ হবে।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে শোভাযাত্রার সময় নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ডিএমপি নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
গ্রন্থনা ও সম্পাদনা: জাই