
ডেস্ক: প্রযুক্তি মানব জীবনকে সহজ থেকে সহজতর করেছে। আর সেই সহজতর পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্মার্টফোনের রকমারি অ্যাপস। ভিন্ন ভিন্ন কাজের জন্য স্মার্টফোনকে কাজে লাগাতে পাওয়া যাচ্ছে নানা ধরনের অ্যাপস।
রান্না শেখা থেকে শুরু করে সুন্দর ছবি তোলা, আবার ছবি এডিট থেকে শুরু মাইক্রোসফট ওয়ার্ড সবই এখন অ্যাপসের মাধ্যমে হাতের নাগালে। কিন্তু জীবনকে সহজ করতে গিয়ে নিজের জন্যই বিপদ ডেকে আনছেন আপনি? সাহায্যকারী ছদ্মবেশে থাকা অ্যাপসের মাধ্যমে আপনি বিপদে পড়তে পারেন, এমনকি সাবধান না হলে আপনি থাকতে পারেন কারো নজরদারিতে কিংবা অন্যের হাতে চলে যেতে পারে আপনার ব্যক্তিগত তথ্য। চলুন জেনে নেই ক্ষতি হতে পারে এমন সাতটি অ্যাপস।
কুইক পিকঃ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবির গ্যালারি শেয়ার করতে এই অ্যাপের জুড়ি মেলা ভার। কিন্তু বন্ধুর বেশে সহজে ব্যবহারযোগ্য এই অ্যাপস ফাদ পেতে রেখেছে আপনার সর্বনাশের জন্য । অ্যাপ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে কোম্পানি ব্যবহারকারীর সমস্ত তথ্য সংগ্রহ করতে শুরু করে।
ইএস ফাইল এক্সপ্লোরারঃ ফাইল ওপেন করার জন্য জনপ্রিয় এই আপসটির ফ্রি ভার্ষন ডাউনলোড করতেই আরও কিছু সহযোগী অ্যাপস ডাউনলোড করার ক্রমাগত বার্তা আপনার জীবন অতিষ্ঠ করে তুলবে।
ইউসি বাজারঃ ভারত ও চিনের বাজারে ওয়েব ব্রাউজারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যানড্রয়েড অ্যাপস ইউসি ব্রাউজার। অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি এই অ্যাপসটি স্মার্টফোনে তুলনামূলক কম জায়গায় অনেক বেশি ডেটা সেভ করতে পারে। কিন্তু এরই সাথে এরা যে আপনার গতিবিধির ওপর নজর রেখে চলছে সেটাকি আপনার জানা আছে।
ক্লিন ইটঃ আপনার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হবে, আপনার অ্যানড্রয়েড ফোনে এই অ্যাপসটি ডাউনলোড না করা। কারণ এই অ্যাপস আপনার ফোনের স্পিড কমিয়ে দিবে, এছাড়াও বাড়িয়ে দিবে ব্যাটারির খরচ।
মিউজিক প্লেয়ইঃ নাম শুনেই বোঝা যায় এই অ্যাপের মাধ্যমে সহজেই অডিও ক্লিপ সেভ করা যাবে। কিন্তু সঙ্গীতপ্রিয় মানুষদের সাহায্যকারী এই অ্যাপসটি ভয়ানক ভাবে ব্যাটারি লাইফ নষ্ট করে।
ডিইউ ব্যাটারি সেভার অ্যান্ড ফার্স্ট চার্জঃ জনপ্রিয় এই ব্যাটারি সেভিং অ্যাপ আদতে আপনার ফোনের শত্রু। এটি মোটেও ফোনের চার্জিং টাইম কমিয়ে আনে না। সঙ্গে অজস্র বিজ্ঞাপন আপনাকে অতিষ্ঠ করে তুলবে।
ডলফিন ওয়েব ব্রাউজারঃ বিজ্ঞাপন-মুক্ত এই অ্যাপ নিজের স্মার্টফোনে ডাউনলোড করতে হলে নিজের দায়িত্বে করুন। আপনার গতিবিধির ওপর সম্পূর্ণ নজরদারি করছে সে। এমনকি প্রাইভেট উইন্ডো ব্যবহার করলেও আপনার ওয়েবসাইট ভিজিট সম্পর্কে সব তথ্য সংগ্রহ করে রাখে এই অ্যাপস।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই