
নয়াদিল্লি: এখন থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) পিটি, ড্রিলের পরিবর্তে প্রতিদিন যোগব্যায়াম করবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক। বিএসএফের প্রায় আড়াই লাখ সদস্য দৈনন্দিন শরীরচর্চার জন্য যোগব্যায়াম করবে। ফলে প্রতিদিন সকালে তাদের পি টি করতে হবে না।
বিএসএফ মহাপরিচালক কে কে শর্মা ভারতীয় সংবাদ সংস্থা পি টি আই’কে জানান, কর্মকর্তা থেকে শুরু করে সীমান্ত রক্ষী পর্যন্ত সকলের জন্যই যোগব্যায়াম বাধ্যতামূলক করা হচ্ছে । শরীরচর্চার জন্য পিটির বদলে যোগব্যায়াম করতে হবে বাহিনীর সদস্যদের।
তিনি জানান, যোগব্যায়াম ছাড়া আর কোনও শরীরচর্চার প্রয়োজন আছে কী না, সেটা ঠিক করতে সিনিয়র অফিসারদের নিয়ে তিনি একটি কমিটি করে দিয়েছেন।
যোগব্যায়াম শেখানোর জন্য যোগগুরু বাবা রামদেবের কাছে বিএসএফর প্রায় দুই হাজার সদস্যকে পাঠানো হয়েছিল। এসব সদস্য নিজেদের ব্যাটালিয়নে ফিরে গিয়ে বাকিদের যোগব্যায়াম শেখাবেন।
মহাপরিচালকের এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছেন বিএসএফের সাবেক কর্মকর্তারা।
বাহিনীর সাবেক পূর্বাঞ্চলীয় প্রধান অফিসার রভি পোনোঠ বলেন, এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। পিটি আর অন্যান্য শারীরিক কসরতের সঙ্গে যোগ ব্যায়াম করানো যেতে পারে, কিন্তু শুধুই যোগ ব্যায়াম করলে ছেলেরা কাজ করবে কি করে?
তিনি জানান, সীমান্ত প্রহরা দেয়া ছাড়াও মাওবাদী অধ্যুষিত অঞ্চলে জঙ্গি দমন করে বিএসএফ । সুতরাং কেবল যোগ ব্যায়াম করলে যুদ্ধের জন্য কোনও সৈনিক প্রস্তুত কি না তা বোঝা সম্ভব হবে না।
নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই যোগব্যায়ামকে একটা জাতীয় কর্মসূচিতে পরিণত করা হয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও অনেক সরকারী বিভাগে যোগ ব্যায়ামকে গুরুত্ব দেয়া হচ্ছে। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে