
আসিফ আলম, ঢাকা: যৌথ প্রযোজনায় নির্মিত ছবিগুলোতে বাংলাদেশকে উপেক্ষা করা হচ্ছে এমন অভিযোগ বরাবরই ছিল। কখনো পোস্টারে, কখনো শিল্পীদের ক্ষেত্রে আবার কখনো বা ছবির দৃশ্যায়নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় বৈষম্য। বলা হচ্ছে যৌথ প্রযোজনা তবে কাজের ক্ষেত্রে কতটুকু মানা হচ্ছে তা দেখার বিষয়। ঈদে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনায় ঢালিউড কিং শাকিব খান এবং ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তির ‘শিকারি’।
শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। প্রকাশ হবার পরই রীতিমতো সারা ফেলে দিয়েছে ট্রেলারটি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এবার আলোচিত এই যৌথ প্রযোজনার সিনেমটিতেও উপেক্ষিত বাংলাদেশের পরিচালক। যৌথ ভাবে ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত এবং কলকাতার জয়দীপ মুখার্জী। তবে বাংলাদেশে শনিবার সন্ধ্যায় যে ট্রেলার প্রকাশ করা হয়েছে তাতে দেখা মিলল কোলকাতার পরিচালক জয়দীপ মুখার্জীর নাম বড় করে আর নিচে বাংলাদেশের পরিচালক জাকির হোসেন সীমান্তের নাম। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো কলকাতায় ‘শিকারি’ ছবিটির যে ট্রেলার প্রকাশ করা হয়েছে তাতে ঠাই পাইনি বাংলাদেশের পরিচালকের নাম। তাহলে কি নামে মাত্রই যৌথ পরিচালনা?
এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার ম্যানেজার আলিমুল্লার সাথে কথা হলে তিনি নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন ‘বাংলাদেশের চলচ্চিত্র এখন পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ নয়। ভালো কালার গ্রেডিং এর জন্য আমাদের কোলকাতায় যেতে হয়। পাশাপাশি আমারা আরো অনেক বিষয়ে অদক্ষ আর তাই আমাদের কলকাতা থেকে শেখার অনেক কিছু আছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের পরিচালকের থেকে কলকাতার নির্মাতার অভিজ্ঞতা বেশি। তাছাড়া কাজও বেশি করেছেন তিনি। আর তাই বাংলাদেশের পরিচালকের নাম নিচে দেয়া হয়েছে।’
কিন্তু কোলকাতায় প্রকাশ হওয়া ট্রেলারে পরিচালকের নাম না থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমি এখনো ট্রেলারটি দেখিনি যদি এমন হয় তাহলে আমার কলকাতায় কথা বলবো।’
তিনি আরো যোগ করেন, নামে হয় কাজটাই প্রধান।
‘শিকারী’ ছবিতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করেছেন রাহুল দেব, সুপ্রিয় দত্ত।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই