
ডেস্ক: পারফরম্যান্সের জন্য দর্শকদের মন কেড়েছিলেন ৬৭ বছরের ব্রিটিশ গায়ক ওজি ওজবার্নি। বয়সের কারণে আগের মতো দেখা না গেলেও বর্তমানে শিরোনামে রয়েছেন তিনি।
তবে কেন? এমন প্রশ্নের জবাব নিজেই দিলেন সাহসী এই গায়ক। বেশ কয়েক বছর ধরে যৌনতার নেশায় ভুগছিলেন তিনি। এ কারণেই একের পর এক সম্পর্কে জড়িয়েছেন। এটি নিজেই জানিয়েছেন ওজি।
ওজি বলেন, ‘ছয় বছর ধরে সেক্স ছিল আমার একমাত্র নেশা। তবে সব খারাপের শেষেই একটা ভাল থাকে। নেশামুক্তির জন্য চিকিৎসকের পরামর্শ নিয়েছিলাম। ইনটেন্স থেরাপির পর এখন আমি সুস্থ।’
ওজির ভাষ্য, ‘সে সময় যে সব নারীদের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল তাদের কাছে আজ আমি ক্ষমা চাইছি। আমার ব্যবহারের জন্য আমার পরিবারের কাছে ক্ষমা চাইছি। আর ঈশ্বরকে ধন্যবাদ। কারণ আমার স্ত্রী শারণ ওজবার্নি সব সময় আমার পাশে ছিল। আজও শারণ আমাকে ভালবাসে।’ সূত্র: এবিপি।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই