
ঢাকা: টালিগঞ্জে দুজনেই খুব জনপ্রিয় হলেও এবাই প্রথম জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ এবং পাওলি দাম। ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমাটির নাম ‘ক্ষত’। কমলেশ্বর মুখার্জি পরিচালিত এই ছবিতে আরও আছেন অভিনেত্রী রাইমা সেন।
একই সিনেমায় পাওলি-প্রসেনজিত-রাইমাকে এক সাথে দেখা যাবে। ফলে টালিগঞ্জে সিনেমা ভক্তরা মুখিয়ে আছেন তাদের একঝলক দেখবার জন্য। সম্প্রতি দু মিনিট পাঁচ সেকেন্ডের মুক্তি প্রাপ্ত ট্রেইলারটিও তাই বেশ সাড়া ফেলেছে।
প্রসেনজিৎ এই সিনেমায় অভিনয় করেছেন একজন লেখকের চরিত্রে, যার রয়েছে রহস্যময় এক ক্ষমতা। তিনি তার লেখা দিয়েই বলে দিতে পারেন, কি অপেক্ষা করছে ভবিষ্যতে।একটি মাত্র সংলাপেই নিজের চরিত্রের গভীরতা তুলে ধরেন তিনি। ছবিতে ত্রিভুজ প্রেমের এক জটিল সম্পর্কে দেখা যাবে পাওলি দাম, প্রসেনজিত এবং রাইমা সেনকে। দেখা মিলেছে প্রসেনজিৎ এবং পাওলির ঘনিষ্ঠ এক চুম্বন দৃশ্যেরও।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস