
নয়াদিল্লি: অনলাইনে যৌন হয়রানির শিকার হয়েছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর কন্যা শর্মিষ্ঠা মুখার্জী। তিনি আবার দিল্লি কংগ্রেসের মুখপাত্র। শর্মিষ্ঠার ফেসবুকে একব্যক্তি যৌন হয়রানিমূলক অনেক মেসেজ পাঠিয়েছে।
এমন অভিযোগে সাইবার অপরাধ ইউনিটের কাছে মামলাও ঠুকে দিয়েছেন শর্মিলা। পুলিশ জানিয়েছে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে নোংরা ও অশ্লীল মেসেজগুলো পাঠানো হয়েছে। মেসেজে নিজেকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার নাউহাটির বাসিন্দা বলে উল্লেখ করেছে ওই ব্যক্তি।
শর্মিষ্ঠা তার ফেসবুজ পেজের স্ক্রিনশর্ট পোস্ট করে লিখেছেন, ‘আমার কাছে একেবারে অপরিচিত একব্যক্তি নোংরা যৌন হয়রানিমূলক মেসেজগুলো পাঠিয়েছে। মেসেজ প্রেরণকারীকে পার্থ মন্ডল বলে উল্লেখ করেছেন শর্মিষ্ঠা।’
৫০ বছর বয়সী শর্মিষ্ঠা লিখেছেন, ‘আমার প্রথম প্রতিক্রিয়া ছিল না দেখার ভান করা ও তাকে ব্লক করে দেয়া। পরে ভেবেছি আমার নীরবতা তাকে অন্যদের হয়রানি করতে উৎসাহিত করতে পারে।’
শর্মিষ্ঠা লিখেছেন, ‘আমি চাই পরিবার ও বন্ধুদের সামনে ওই ব্যক্তিকে অপমানিত করতে। পাশাপাশি আইনি ব্যবস্থাও নেয়া হচ্ছে তার বিরুদ্ধে।’
তিরি আরো লিখেছেন, ‘আমার মনে হয় এমন ব্যক্তিদের পরিচিতি প্রকাশ করে তাদেরকে অপমাণিত করা উচিত।’ নিজেদের অনুসারীদের শমিষ্ঠা মুখার্জী অনুরোধ করেছেন পোস্টটি শেয়ার করার জন্য। যাতে এমন হয়রানিকে কেউ হালকাভাবে না নেয়।
কংগ্রেসের সাবেক নেতা ও বর্তমান প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর মেয়ে শর্মিষ্ঠা ২০১৫ সালে দিল্লি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে সময় থেকে নিজের প্রোফাইলকে পাবলিক বা উন্মুক্ত করে দেন তিনি। যাতে করে নেতাকর্মী ও সমর্থকদের পরামর্শ ও অভিযোগ জানতে পারেন।
সাইবার ক্রাইম বিভাগের পুলিশ কর্মকর্তা আনিশেহ রায় জানিয়েছেন, শমিষ্ঠার অভিযোগকে মামলা হিসেবে নথিভূক্ত করে তদন্ত করা হচ্ছে। সূত্র: এনডিটিভি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই