রংপুরে একরাতে ৬৫ আসামি গ্রেফতার

রংপুর: রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার্জশিটভুক্ত দুই জামায়াত কর্মীসহ ৬৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই গ্রেফতার অভিযান চালায় পুলিশ।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) সাইফুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে গ্রেফতার করা সম্ভব হয়নি।
শুক্রবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসপিকে