রংপুরে জঙ্গি-সন্ত্রাসবিরোধী মানববন্ধন

রংপুর: জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছেন বাংলাদেশ মনোবিজ্ঞান রংপুর বিভাগীয় সমিতির সদস্যরা।
শুক্রবার সকালে ওই সমিতির আয়োজনে স্থানীয় প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক পীযুষ মহন্ত, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, প্রচার সম্পাদক আসাদুজ্জামান পলাশ ও মাহিগঞ্জ কলেজের প্রভাষক রফিকুল ইসলাম।
বক্তরা বলেন, সন্ত্রাস ও জঙ্গি নয়, দেশে শান্তি চাই, আশঙ্কা মুক্ত জীবন চাই, ইসলামের নামে দেশকে কলঙ্কিত করা হয়েছে। সত্যিকারে যারা মুসলমান তারা কখনও মানুষ হত্যার মতো জঘন্য কাজ করতে পারেন না।
প্রতিনিধি, সম্পাদনা: শিপন আলী