
রংপুর: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
প্রামান্যচিত্র প্রদর্শন,শোকপদযাত্রা, পুষ্পমাল্য অর্পন, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে রংপুরের সর্বস্তরের জনগণ দিবসটি পালন করছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন নগর আওয়ামী লীগের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ।
সকালে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পুলিশের রংপুর রেঞ্জ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড জেলা ও মহানগর ইউনিট, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ডিসির মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান। পরে শোকপদযাত্রা রংপুর মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে আলোচনা সভা ও রক্ত দান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সফি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমআই/জাই