
রংপুর: মহানগরের মাহিগঞ্জ বালাটারি এলাকায় নুরুন্নবি নামে এক যুবককে পুলিশ নির্যাতন চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নুরুন্নবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী দুই ভ্যান পুলিশকে ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত আটকে রাখে। ওই দুই ভ্যান পুলিশ নুরুন্নবিকে গ্রেফতার করতে গিয়েছিলো।
পরে কোতোয়ালী থানার ওসি জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত নুরুন্নবির হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের অশ্বাস দিয়ে অবরুদ্ধ পুলিশ সদ্যসদের উদ্ধার করে নিয়ে আসে বলে এলাকাবাসী জানিয়েছে।
নিহত নুরুন্নবির পিতা ডা. আব্দুর রশিদ ও এলাকাবাসী অভিযোগ করেন, কোতোয়ালী থানার এসআই তারিকুল ইসলাম তারেকের নেতৃত্বে একদল পুলিশ নির্যাতন করে নুরুন্নবিকে হত্যা করেছে। এসময় নুরুন্নবির ভাই গোলজারকেও পুলিশ পিটিয়ে আহত করে।
অভিযোগ অস্বীকার করে কোতয়ালী থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, নিহত নুরুন্নবি মোটরসাইকেল চোর চক্রের সদস্য। পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে মেডিকেলে নেয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় মাহিগঞ্জ বালাটারি এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
প্রতিবেদন: ইয়াসিন, সম্পাদনা: সাইফুল ইসলাম