
ঢাকা: যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছবি ‘রক্ত’ নিয়ে প্রথম থেকেই বেশ আলোচনায় আছেন হালের ক্রেজি নায়িকা পরী মনি। কেননা এই ছবির জন্য বেশ কষ্টই পোহাতে হয়েছে তাকে। শিখেছেন মারধর করা, লড়াই করা। বাংলাদেশ ও ভারতের পাহাড়ে গিয়েও শুটিং করেছেন এই ছবির।
ইতোমধ্যে ছবির আইটেম গানেও বেশ সাড়া পেয়েছেন তিনি সফলতায় আনন্দেও ভেসেছেন। ছবি মুক্তির কথা ছিল আসছে কোরবানি ঈদে। তবে সেটা সম্ভব হয়নি। শুটিং বাকি আছে। শেষ করার জন্য দিনরাত টিমের সাথে কাজ করে চলেছেন পরীমনি। শুধু তাই নয় এফডিসিতে চিলছে ছবিটির শুটিং।
ছবির ঝুঁকিপূর্ন কিছু শটে পরী ডামি ছাড়াই শট দিচ্ছে। এমনকি টর্চার সেলে ওয়াটার হুইলের মতো শ্বাসরুদ্ধকর জায়গায় শুটিং করেছেন তিনি। পরীকে বেঁধে পানির মধ্য দিয়ে ঘুরানো হয়। তখন কিছু সময়ের জন্য শ্বাস বন্ধ করে পানির ভেতর দিয়ে ঘুরে আসতে হয় তাকে। তাতে করে বেশ কিছু দিন ধরেই অসুস্থতায় ভুগছেন পরী।
তার পরোও থেমে নেই শুটিং। মধ্য রাতেও রাস্তায় শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এনিয়ে পরী তার ফেসবুকে লিখেন, ‘এখন রাত দেড়টা সবাই, বিছানায় আর আমি পাথরের ঢালাই রাস্তায় শুয়ে শুট দিচ্ছি, মাথার ওপর ক্যামেরা। কত কষ্টের এই রক্ত। এতো শ্রম কি বিফলে যেতে পারে? কখনো না ইনশাল্লাহ।’
টিজার ও আইটেম গানেই বুঝা গিয়েছে কতটা পরিশ্রম করে পরী নিজেকে তৈরি করেছে ‘রক্ত’র জন্য। রক্তের জন্য যেন নিজের রক্তকে পানি করেছেন।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: সজিব ঘোষ