
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় ছাত্রদেরকে সকাল ১১টা ও ছাত্রীদের দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশও দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালের ক্যাম্পাস, চারটি হল ও ভিসির বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। রোববার রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন নিয়ে ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষকালে ১ জন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হন। আশংকাজনক অবস্থায় কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গুলিবিদ্ধ খালেদ সাইফুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সূত্র জানায়, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আলিফ ও ছাত্রলীগ নেতা ইলিয়াস সবুজ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হন। ইলিয়াস সবুজ গ্রুপের গুলিবিদ্ধ খালেদ সাইফুল্লাহকে ঢামেকে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি আহত ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/ওয়াইএ