
মুম্বাই: পরিচালক রাজকুমার হিরানী মনে-প্রাণে শুরু করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্রের কাজ। যেটি অভিনেতা সঞ্জয় দত্তের বিতর্কিত জীবনের গল্প নিয়ে তৈরি করা হবে।
এটি সবারই জানা, ছবিটিতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করবেন বলিউড চকলেট বয় রণবীর কাপুর। তবে নতুন খবর, এতে সঞ্জয়ের বাবা সুনীল দত্তের চরিত্রে অভিনয়ের জন্য অনুরোধ করা হচ্ছে সুপারস্টার আমির খানকে। বলিপাড়ার একাংশ বলছেন, যদি হিরানীর অনুরোধ সফল হয় তবে ভারতীয় চলচ্চিত্রে ছবিটি ইতিহাস তৈরি করবে।
সঞ্জয়ের সবচেয়ে ভালো বন্ধুদের মধ্যে আমির খান একজন। যিনি মুন্না ভাই সঞ্জয়ের পরিবারের সদস্যদের মতো। তবে আমির খানকে দেখতে ও তার ব্যাক্তিত্ব কোনোটিই ‘মাদার ইন্ডিয়া’ অভিনেতা সুনীলের সঙ্গে মিলে না। কিন্তু যদি ছবিটির জন্য মিস্টার পারফেক্টশনিস্ট আমির রাজি হন তাহলে তিনি যে চরিত্রের সঙ্গে মিলে যেতে পারবেন এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই।
এদিকে অনেকেরই প্রশ্ন, আমির দেখতে যেহেতু সুনীলের মতো নয় তাহলে দর্শকরা কি তার চরিত্রে মেনে নিতে পারবে আমিরকে? আর রণবীরের বাবার চরিত্রেই কি কাজ করতে রাজি হবেন আমির খান। এই প্রশ্নের জবাব তো এখন সময়ই দেবে। সূত্র-টাইমস অব ইন্ডিয়া
প্রতিবেদন: আইরিন রবি, সম্পাদনা: ইয়াসিন