
চট্টগ্রাম: কারাগারে আটক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র মামলায় চার্জশিট (অভিযোগপত্র) রোববার আদালতে দাখিল করেছে হাটহাজারী থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন।
চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখার পরিদর্শক মশিউর রহমান জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট এই চার্জশিটের উপর শুনানির জন্য জজ কোর্টে প্রেরণ করবেন।
মশিউর রহমান বলেন, ‘চার্জশিটে রনির কাছ থেকে একটি ৭.৬৫ বোরের পিস্তল ও আট রাউন্ড গুলি পাওয়া গেছে। এসবের কোনো বৈধ কাগজপত্র নেই। চার্জশিটে শুধু নূরুল আজিম রনিকে আসামি করা হয়েছে এবং ২২ জনকে সাক্ষী করা হয়েছে।’
৭ মে হাটাহাজারী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা কালে অস্ত্রসহ আটক হন নুরুল আজম রনি। এই ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের ছাড়াও নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগে রনিকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সম্প্রতি উচ্চ আদালত থেকে রনি এই দুই মামলায় জামিন পেলেও অস্ত্র মামলায় চার্জশিট দেয়ার কারণে তার জামিনের জন্য আবারো আবেদন করতে হবে বলে আদালত সূত্রে জানা যায়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/এসজি/জাই