
ঢাকা: শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ‘আঁধারে জ্বলিছে ধ্রুবতারা’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
রবি ঠাকুরের পূজা, প্রেম, প্রকৃতি এমনি নানা পর্বের গানে সাজানো হয়েছিল এই অনুষ্ঠান। শুরুতেই সব্যসাচী লেখক প্রয়াত সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন রবিরশ্মির পরিচালক শিল্পী মহাদেব ঘোষ। শুভেচ্ছা জ্ঞাপন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি ও বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদ ও রবিরশ্মির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পী অনুপ ভট্টাচার্য।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাজানো হয় সম্মেলক গান, একক গান, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা দিয়ে। শুরুতেই ছিল সম্মেলক গান ‘আপনারে দিয়ে রচিলিরে’। তারপর রবীন্দ্রনাথের আরো দুটি গান ‘বরিষ ধরা মাঝে শান্তিরও বারি’ ও ‘নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা’ সম্মেলক কণ্ঠে গীত হয়।
এরপর একক গানের পালা। রুপদা রহমান মৌ পরিবেশন করেন ‘আমার না বলা বাণী’, সুস্মিতা হোসেন শোনান ‘ওই শুনি যেন চরণধ্বনি রে’, তন্বী বিশ্বাস শোনান ‘যে ছিল আমার স্বপনচারিণী’। এভাবেই গানে গানে এগিয়ে যায় আয়োজনটি। গানের পাশাপাশি ‘মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো’ ও ‘মম চিত্তে নিতি নৃত্যে’ দুটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ। আবৃত্তি পরিবেশন করেন শিমুল মুস্তাফা।
সম্পাদনা: শিপন আলী