রবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে আয়নাবাজি
আয়নাবাজি সিমেনা পাইরেসি হওয়ার ঘটনায় রবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিনেমাটির লেখক ও প্রযোজক সৈয়দ গাউসুল আজম।

আয়নাবাজি সিমেনা পাইরেসি হওয়ার ঘটনায় রবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিনেমাটির লেখক ও প্রযোজক সৈয়দ গাউসুল আজম। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
গাউসুল আজম বলেন, “আয়নাবাজি পাইরেসির ঘটনায় রবি টিভির সিকিউরিটির দুর্বলতা ছিল। রবি তাদের সার্ভারে আয়নাবাজি আপলোড করে। সেখান থেকেই ছবিটি লিক হয়ে যায়। এ ঘটনায় আমরা আইনজীবীর সঙ্গে কথা বলে ছবি পাইরেসির জন্য রবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।”
এর আগে আয়নাবাজি সিনেমার পাইরেসির সঙ্গে জড়িত অভিযোগে রাজধানীর বাড্ডা এলাকা থেকে কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিট আতিকুর রহমান অভি নামের এক যুবককে আটক করে। এর পরই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএমপি।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের