
দামেস্ক: পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় কমপক্ষে ২২৪ জন নিহত হন বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার এই তথ্য প্রকাশ করে। নিহতদের বেশিরভাগই রুশ এবং সিরিয়ার বিমান হামলায় মারা যান বলে উল্লেখ করে সংস্থাটি। খবর আল জাজিরা
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ নিহত হন।
হেলিকপ্টার থেকে নিক্ষিপ্ত ব্যারেল বোমা বিস্ফোরণে মুসলমানদের পবিত্র মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ৬ থেকে ১২ জুনের মধ্যে ৫০ জন শিশু, ১৫ জন নারীসহ মোট ১৪৮ জন নিহত হন। এছাড়া আইএস যোদ্ধা এবং বাশার বিরোধীদের হামলায় এই সময়ে কমপক্ষে আরো ১২ জন নিহত হন। আইএস একজনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে।
রোববার ইদলিব শহরে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হন। বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা এবং তুরস্ক এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করে। কিন্তু রুশ কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে বলে, সিরিয়ার জনগণের উপর করা অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত নীরবতার প্রতি আমরা নিন্দা জানাই।
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি