
এম. রেজাউল করিম, ঢাকা: দেখতে দেখতে পেরিয়ে গেছে রমজান মাসের প্রথম সপ্তাহ। ঈদের বাকি আর সপ্তাহ তিনেক। মুসলমানদের এই সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কেনাকাটা। যার বাতাস লেগেছে রাজধানীর প্রযুক্তি বাজারেও। আগারগাঁও বিসিএস কম্পিউটার সিটি ঘুরে নিউজনেক্সটবিডি ডটকম প্রতিবেদক জানতে পেরেছেন, ঈদ উপলক্ষে ল্যাপটপ, ডেস্কটপ, হার্ড-ডিস্ক, প্রিন্টারসহ নানাধরনের প্রযুক্তি পণ্যের চাহিদা বেড়েছে।
প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ান্স ইন্টারন্যাশনাল লিমিটেড’র শো-রুমে কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসনিন শোভার সঙ্গে। নিউজনেক্সটবিডি ডটকম’কে তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে বাবার কাছে বায়না করেছি ল্যাপটপ কিনে দেয়ার জন্য। বাবা রাজি হয়ে যাওয়াতে বান্ধবীকে নিয়ে এসেছি ল্যাপটপ দেখতে। পছন্দের শীর্ষে আছে ডেল, আসুস ও এসার ব্র্যান্ড। ইতিমধ্যে কয়েকটি দেখা হয়ে গেছে, পছন্দের সঙ্গে দামটা মিলে গেলেই নিয়ে নেবো।’
ওই প্রতিষ্ঠানেরই বিক্রয়কর্মী সারোয়ার নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘ক্রেতা সমাগম রমজানের আগে যেমন ছিলো, এখনো প্রায় এক। বিক্রির অবস্থা মোটামুটি একইরকম, ভালো। তবে রমজানে তরুণ ক্রেতাদের সমাগম একটু বেড়েছে। কোর-আই থ্রি থেকে কোর-আই ফাইভ জেনারেশনের ল্যাপটপের চাহিদা বেশি। এ জাতীয় ল্যাপটপ ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।’
অন্যদিকে গ্লোবাল ব্র্যান্ড লিমিটেডের বিক্রয় ও বিপনন কর্মকর্তা শান্তা শাবনাজ নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘এই সপ্তাহের বিক্রি তেমন ভালো না হলেও শুক্রবার (১০জুন) বিক্রি অনেক ভালো ছিলো। ঈদ উপলক্ষে ৩৫ থেকে ৫০ হাজার টাকা মূল্যের ল্যাপটপের কিনছেন। সেই সঙ্গে প্রিন্টারেরও ভালো চাহিদা আছে।’
কম্পিউটার এক্সেসরিজসহ নানা ধরণের প্রযুক্তিপণ্য বিক্রেতা ওসিয়ান পেরিফেরালস এর প্রধান বিক্রয় কর্মী মিঠু মুনতাসির নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘রমজানের প্রথম সপ্তাহে অন্যান্য এক্সেসরিজগুলোর মধ্যে তারবিহীন ব্লু-তুথ স্পিকারের চাহিদা অনেক বেশি। সেই সাথে এক্সটার্নাল হার্ডডিস্ক, ওয়াইফাই রাউটারও ভালো বিক্রি হচ্ছে। ধারণা করছি ঈদের কাছাকাছি সময়ে এগুলোর সঙ্গে মেমোরি কার্ড, পেনড্রাইভসহ অন্যান্য পণ্যের চাহিদাও বাড়বে।’
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এসকে/এসজি