
ঢাকা: আসন্ন রমজান মাসে রাজধানী ঢাকা ও অন্যান্য মহানগরীগুলোর পানি সরবরাহে ব্যাঘাত চায় না সরকার। দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে এক বৈঠকে এমনটাই জানিয়েছেন দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সরকার বিভাগের সম্মেলন কক্ষে রোববার অনুষ্ঠিত এ বৈঠকে পানি সরবরাহ ঠিক রাখার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘রমজান মাসে যেন মানুষ পানির জন্য কষ্ট না করে। প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে পানি পৌঁছে দিতে হবে। বিশেষ করে ঢাকা ওয়াসাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’
সিটি মেয়রেদের সঙ্গে আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষা, ভেজালবিরোধী অভিযান পরিচালনা এবং নগর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে আলাপ করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘রমজানের পবিত্রতা রক্ষায় নাগরিক সেবা নিশ্চিতে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই। জনগণের মৌলিক সেবাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’ সেহরি ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দু’একদিনের মধ্যে তিনি বিদুৎ প্রতিমন্ত্রী এবং বিদ্যুৎ বিভাগের সঙ্গেও কথা বলবেন বলে জানান। রমজানে খাদ্য ভেজালমুক্ত ও দ্রব্যমূল্য সহনীয় রাখার ব্যাপারে মোশাররফ বলেন, ‘এই দায়িত্ব্ও স্থানীয় সরকার বিভাগের ওপরই বর্তায়। এটা এড়ানোর সাধ্য আমার নেই।’
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি, বরিশাল সিটি কর্পোরেশনেরমেয়র আহসান হাবিব কামাল, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরণসহ সকল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে অপর একটি অনুষ্ঠানে মন্ত্রী নবসৃষ্ট নয়টি উপজেলা চেয়ারম্যানদের জিপ গাড়ির চাবি হস্তান্তর করেন। এ সময় তিনি উপজেলা চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থায় উপজেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই পরিষদ জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই