
ঢাকা: রমজানে বিদ্যুৎ পরিস্থিতি স্বস্তিজনক পর্যায়ে থাকবে জানিয়ে করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘প্রয়োজনে সিএনজি স্টেশন, সার কারখানা ও বৃহৎ প্রতিষ্ঠানে গ্যাস রেশনিং করে বিদ্যুৎ কেন্দ্রে দেয়া হবে।’
প্রতিমন্ত্রী সোমবার এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কিছুটা সময় লাগলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সরকার বদ্ধপরিকর।’ খবর সরকারি তথ্যবিবরণীর।
ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের রি-পাওয়ারিং প্রকল্প বাস্তবায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপের সাথে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষে বোর্ড সচিব মো. জহিরুল হক এবং চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ডিং ই চুক্তিতে স্বাক্ষর করেন।
জানা গেছে, ঘোড়াশালের ওই ইউনিট থেকে বর্তমানে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। রি-পাওয়ারিং করা হলে একই পরিমাণ জ্বালানি ব্যবহার করে ৪০৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এটা করতে সময় লাগবে ২২ মাস। এ প্রকল্পে বিশ্বব্যাংক ২১৭ মিলিয়ন ডলার ঋণ দেবে যার সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ ভাগ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম ও পিডিবি চেয়ারম্যান শাসমুল হাসান মিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই