
ঢাকা: রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য বেড়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল (৩২), ইসমাঈল হোসেনন চৌধুরী (৩৫), মো. মাকিল রানা (৩২), মো. ওমর ফারুক (৩২), আব্দুল খালেক (৭০), মো. নান্নু শেখ (২৭), মো. বাদশা (৩০), মো. বিল্লাল হোসেন (২৮), মো. নজরুল ইসলাম (৩০) এবং মো. মাহবুব শেখ (২৮)।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন বলেন, ‘রাজধানীতে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য বেড়েছে। তিন পদ্ধতিতে যাত্রীদের অজ্ঞান করার কৌশল নেয় তারা। ওই তিনটি পদ্ধতি হলো- বাসের যাত্রী সেজে অথবা বিক্রয় প্রতিনিধি হিসেবে মানুষকে আকৃষ্ট করে অজ্ঞান করার ঔষধ মিশ্রিত খাবার খাওয়ানো, রাস্তায় খাবারের পসরা বসিয়ে (আখের রস, ডাব, হালুয়া ইত্যাদি) এবং সিএনজিতে যাত্রী বেসে অন্য যাত্রীকে উঠানো কিংবা পান ও জুস খাইয়ে সবর্স্ব হাতিয়ে নেয়া।’
ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার (ডিসি পূর্ব) মো. মাহবুব আলম বলেন, ‘অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যরা এমনভাবে মানুষের সঙ্গে মিশে কথা বলে যে অধিকাংশরাই চিনতে না পেরে তাদের পাতানো ফাঁদে পা দেয়।’
ঢাকা মহানগর পুলিশের ম্যাসিস্ট্রেট মশিউর রহমান জানান, মে জুন মাসে শতাধিক অজ্ঞান ও মলম পার্টির সদস্যকে গ্র্রেফতার করা হয়েছে। রজমান ও ঈদ উপলক্ষে রাজধানীতে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম বন্ধে বিশেষ অভিযানে তাদের আটক করা হচ্ছে। মাস জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসজি