রমজানে যেভাবে ওজন কামাবেন

ডেস্ক: রমজান মাসে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলার ধারণা আসলে ভুল। কারণ দিনভর রোজা রেখে ইফতারে ভাজাপোড়া খাবার খাওয়ায় বরং ওজন আরোও বেড়ে যেতে পারে। রোজা রেখে সুস্থ থাকতে চাইলেও সঠিক খাদ্যাভ্যাসের বিকল্প নেই।
জেনে নিন রোজা রাখার পরও সুস্থ থেকে কীভাবে কমাতে পারবেন ওজন-
- সেহেরি খাওয়া বাদ দেবেন না কোনোভাবেই। বরং সেহেরিতে পেট ভরে খাবার খান। এটি দিনভর আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।
- সেহেরিতে স্বাস্থ্যকর খাবার খান। ঝাল অথবা তেল মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। প্রচুর পরিমাণে সবজি ও ফলমূল রাখতে পারেন সেহেরির মেন্যুতে।
- সেহেরি ও রাতের খাবারে প্রচুর পরিমাণে ফলের রস ও পানি পান করুন। ইফতারের পর থেকে তরল খাবার বেশি করে খান।
- প্রোটিন ও ফাইবারযুক্ত খাবার বেশি করে খান। বিশেষ করে ইফতারে এ ধরনের খাবার প্রচুর পরিমাণে রাখুন। এতে বিপাক প্রক্রিয়ার গণ্ডগোল দূর হবে।
- রাতের খাবার অল্প পরিমাণে খান।
- দিনভর কর্মক্ষম থাকতে হালকা ব্যায়াম করতে পারেন।
- ইফতারে অতিরিক্ত খাবার খেয়ে ফেলবেন না। বিশেষ করে ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন। মিষ্টি খাবার খেতে ইচ্ছা করলে খেজুর অথবা ফল খান বেশি করে।
নিউজনেক্সটবডি ডটকম/টিএস