রমনায় জাল টাকাসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর রমনায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পশ্চিম বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ জাবেদ (২৩) ও মোহাম্মদ আলী (৩২)। তাদের কাছ থেকে ৩ লাখ ২৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাতে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে থেকে জাল টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়েছে।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা; প্রণব