
স্টকহোম: ফরাসি বিজ্ঞানী জাঁ পিয়েরে সভেজ, ব্রিটিশ বংশোদ্ভূত জে ফ্রেসার স্টুডার্ট এবং নেদারল্যান্ডসের বিজ্ঞানী বার্নার্ড ফেরিঙ্গা মলিকিউলার মেশিন(আণবিক মেশিন) বা বিশ্বের ক্ষুদ্রতম মেশিনের উন্নয়ন ঘটিয়ে ২০১৬ সালে রসায়নে নোবেল পুরস্কার জয় করেন।
বুধবার সুইডেনে এক সংবাদ সম্মেলনে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স রসায়নে নোবেল জয়ী হিসেবে এই তিনজন বিজ্ঞানীর নাম ঘোষণা করে। পুরস্কার হিসেবে বিজ্ঞানীত্রয় ৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন। ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিন স্টকহোম এবং অসলোতে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞানীদের কাছে পুরস্কারের অর্থ হস্তান্তর করা হবে।
রয়েল সুইডিশ একাডেমি জানায়, আণবিক যন্ত্রের নকশা ও সংশ্লেষে অবদান রাখায় বিজ্ঞানীদের এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
চলতি বছরে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষিত হবে শুক্রবার। এছাড়া সাহিত্য এবং অর্থনীতিতে নোবেল জয়ীদের নাম জানা যাবে আগামী সপ্তাহে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদুল ইসলাম