
নিউজনেক্সট প্রতিবেদক : ভারতীয় উপমহাদেশের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে উড়াল মেট্রোরেল। প্রথম মেট্রোরেল চালক হতে যাচ্ছেন মরিয়ম আফিজা, আগামীকাল বুধবার চালু হতে যাওয়া দেশের প্রথম মেট্রোরেলটি চালাতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আফিজা।
মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরার উত্তর স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোরেলে উঠবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আগারগাঁও স্টেশনে নামবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ডিএমটিসিএল এমডি বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর একজন মেট্রোটেন চালক হিসেবে আফিজাকে নিয়োগ দেওয়া হয়।’
এমডি আরও বলেন, ‘আফিজা একজন দক্ষ চালক হিসেবে গড়ে উঠতে এক বছরব্যাপী দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও তিনি চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাসের আরেকটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ঢাকা ফিরে তিনি চার মাসব্যাপী আরেকটি প্রশিক্ষণ সম্পন্ন করেন।’
মেট্রোরেলটির নির্মাণকারী প্রতিষ্ঠান জাপানের মিৎসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরাও চালকদের এই ট্রেন চালানোর কারিগরি ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।
– মই / ঢাকা