
নিজস্ব প্রতিনিধি,
কক্সবাজারঃ কক্সবাজার উপকুল সুরক্ষায় সুপার ডাইক নির্মাণের জন্য রাখাইন সম্প্রদায়ের উচ্ছেদ প্রক্রিয়া স্থগিতের দাবিতে রাঙ্গামাটিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে রাখাইন সম্প্রদায়।
সোমবার (২০ জানুয়ারি, ২০২০ইং) সকালে রাঙ্গামাটিতে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে জানানো হয়, কক্সবাজার সদর উপজেলার ৬নং চৌফলদন্ডী ইউনিয়নের বসবাসরত অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি রাখাইন সম্প্রদায়ের বসত-ঘর, বৌদ্ধ মন্দির ও শ্মশান পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেআইনীভাবে অধিগ্রহণ করা হচ্ছে। ভূমি অধিগ্রহণ করে রাখাইন সম্প্রদায়কে উচ্ছেদ করা হচ্ছে। এই উজ্ছেদ প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানায় রাখাইন সম্প্রদায় এবং তা স্থগিতের দাবিতে রাঙ্গামাটিতে সমাবেশ ও মানববন্ধন করেছে তারা।

রাখাইন সম্প্রদায়ে উচিংছা রাখাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহম্মেদ, বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংচোয়াং অভি, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি রাঙ্গামাটি জেলার সভাপতি টুকু তালুকদার, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও উইভ এর নির্বাহী পরিচালক নাই উ প্রু মারমা প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার টেকসই উন্নয়ন ও উপকূল সুরক্ষার জন্য ১০০ শত বছরের ‘ডেলটা প্ল্যান’ এর আওতাধীন চট্টগ্রাম-কক্সবাজার উপকূলীয় এলাকায় ‘সুপার ডাইক’ নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা সম্মানের সাথে স্বাগত জানাই।
কিন্তু পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ও সুপার ডাইক নির্মাণ করা হলে কক্সবাজার জেলার চৌফলদন্ডীতে ৪০০ বছর ধরে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের ১২০টি পরিবার, ৩টি শ্মশান ও ৩টি বৌদ্ধ বিহার উচ্ছেদ হয়ে যাবে। তাই সরকারের কাছে আমাদের জোর দাবি, রাখাইন সম্প্রদায়ের যে স্থানে বেড়িবাঁধ ও সুপার ডাইক নির্মাণ করা হবে, সেখানে নির্মাণ না করে বিকল্প পরিকল্পনা গ্রহণ করা হোক।
এএমএন/