
ঢাকা: সিলেটের তারাপুর চা স্টেটের রাগিব আলী মেডিকেল কলেজ হাসপাতালের গত এক বছরের ব্যাংক হিসাব সংক্রান্ত নথি তলব করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আগামী ৩১ আগস্টের মধ্যে ওই কলেজের অধ্যক্ষকে এই হিসেব দাখিল করার জন্য বলা হয়েছে।
বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে বুধবার মেডিকেল কলেজের পক্ষে শুনানি করেন বিচারপতি (অবসর প্রাপ্ত) নজরুল ইসলাম চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
চলতি বছরের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে তারাপুর চা স্টেটের দখল বৈধ সেবায়েত বরাবর হস্তান্তর করতে সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দেন। একইসঙ্গে ওই স্টেটের মধ্যে রাগিব আলী মেডিকেল কলেজ ও যত স্থাপনা রয়েছে তা ভেঙে ফেলতে বলা হয়।
আপিল বিভাগের এই রায়ের পর রাগিব আলী মেডিকেল কলেজ হাসপাতালটি স্থানান্তরের জন্য এক বছরের সময় চেয়ে গত জুন মাসে একটি আবেদন দাখিল করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বুধবার এই আবেদনের শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ রাগিব আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের এক বছরের হিসাবের তথ্য তলব করেন।
প্রধান বিচারপতি বলেন, এই দেশে অনেক অনিয়ম হচ্ছে। এই ধরণের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাকশন নেয়া হলে তা উদাহরণ হয়ে থাকবে।
প্রতিবেদন: ফজলুল, সম্পাদনা: মাহতাব শফি