
রাঙামাটি: রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ডাকে সোমবার সকাল ৬টা থেকে টানা দু’দিনের (৩৬ ঘণ্টা) সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে।
৪ জুন ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের একটি কেন্দ্রে পুনর্নির্বাচন দেওয়ার দাবিতে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি গত বৃহস্পতিবার এ অবরোধের ডাক দেয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রশিদ জানান, অবরোধে জনগণের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অবরোধের কারণে শহরে অভ্যন্তরীণ কোনো যান চলাচল করছে না। দূরপাল্লার সব যান চলাচলও বন্ধ রয়েছে। জেলার সঙ্গে উপজেলার সব কয়টি রুটে নৌ-যোগাযোগও বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে শহরে বিক্ষিপ্তভাবে পিকেটাররা অবস্থান করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই