
রাঙামাটি: পার্বত্য জেলা রাঙামাটিতে ৩৬ ঘণ্টার সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। সংগঠনের জেলা কমিটি বৃহস্পতিবার জেলা সদরের জিমনেসিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছে।
জানা গেছে, ‘আগামী ১৩ জুন ভোর ৬টা থেকে ১৪ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলায় সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি পালিত হবে’ বলে ঘোষণা প্রদান করা হয়েছে। তবে ‘রোগী বহনকারী এ্যাম্বুলেন্স ও যানবাহন, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর যানবাহন, অগ্নিনির্বাপক যানবাহন, জরুরী বিদ্যুৎ সরবরাহ গাড়ি, সাংবাদিকদের বহনকারী গাড়ি ও জনগুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত যানবাহন’ অবরোধের আওতার বাইরে থাকবে।
জেএসএস’র রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলোৎপল খীসার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ‘ভূষণছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে এবং পুনঃনির্বাচনের দাবিতে’ ওই কর্মসূচি পালন করা হবে। এ দাবিতেই গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে এবং শরৎ জ্যোতি চাকমার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেএসএস সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমএন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক চিংলামং চাক, বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক মণি চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা, ভূষণছড়া ইউনিয়নের মাওদ্দং মৌজার হেডম্যান দীপন দেওয়ান টিটো, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি টোয়েন চাকমা প্রমুখ।
সমাবেশে সন্তু লারমা অভিযোগ করেন, ‘ভষণছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লেফটেন্যান্ট কর্ণেল শাহাবুদ্দিন ফেরদৌসের নেতৃত্বে ভোট জালিয়াতি হয়েছে। কেন্দ্র দখল করে জালভোট দেয়া হয়েছে। রিটার্ণিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার আর দীপঙ্কর তালুকদারের নেতৃত্বে আওয়ামীলীগের নেতারা; সবাই এই জালিয়াতি ও প্রহসনমূলক নির্বাচনে যুক্ত ছিলো।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে